আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:
আলোচিত গায়ক পবনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর বিসিবিতে কোন কমিটির দায়িত্ব পেলেন সংগীতশিল্পী আসিফ আকবর রায়পুরে এক বছরে কুকুরের কামড়ে আক্রান্ত ১১ হাজার, স্কুলে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা সেই বিড়ালটি তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমার মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ চুরির মামলায় হার্ভার্ডকে আইনত দায়ী ঘোষণা ইমেইল-পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায় আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে গৌরীপুরে ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রক্তযোদ্ধা- সেরাদের সংবর্ধনা পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুর স্বজন পরিবারের জিপিএ-৫ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা



ফটো গ্যালারী

ভিডিও গ্যালারী

শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাচ্ছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কানে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পা রেখেছেন উৎসবের লালগালিচায়। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা। কুনজর এড়াতে তিনি নাকি টোটকা নিয়ে গিয়েছিলেন। সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু জাহ্নবীর মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে হইহচ পড়েছে। তার সাজ নাকি মনে করিয়ে দিয়েছে শ্রীদেবীর কথা। কিন্তু প্রথমবার কানের লালগালিচায় হাঁটার আগে ‘বিশেষ সতর্কতা’ নিয়েছিলেন অভিনেত্রী। শ্রীদেবীকন্যা ‘কুনজরে’ বিশ্বাস করেন। তাই কান উৎসবে যাওয়ার আগে ‘কুনজর’ এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই ‘টোটকা’ নিয়েই লালগালিচায় হেঁটেছেন জাহ্নবী। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তার মালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— যেন একেবার ভারতীয় বধূ। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তার হাতের কালো সুতার দিকে। ‘কুনজর’ এড়াতেই নাকি এই ‘টোটকা’ ব্যবহার করেছেন জাহ্নবী। ‘কুনজর’ এড়াতে অনেকেই পায়ে ও হাতে এ ধরনের কালো সুতা বেঁধে থাকেন। সেই একই কাজ করেছেন অভিনেত্রীও। এ বিষয়টিও মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের। গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের সিনেমা ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লালগালিচায় দেখা গিয়েছিল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরও।


কৃষি




ভ্রমন