ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি অর্থবছরে খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ৮ শত ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ইউএনও হাফিজা জেসমিন, উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নুল আবেদীন ও কৃষি বিভাগের উপ সহকারী কর্মকর্তাবৃন্দ।