ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ৮৭ ব্যাচের উদ্যোগে মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে গেল শনিবার (২মার্চ/২৪) ‘বন্ধনে বন্ধুজন’স্লোগানে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ, নৃত্যাষ্ঠান, সংগীত পরিবেশন, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বন্ধু ও বান্ধবীরা একে অপরকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো প্রাণের উচ্ছাস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহŸায়ক মো. মাইনুছ ছালাম রিপন। সঞ্চালনা করেন যুগ্ম আহŸায়ক এ কে এম মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব পলাশ কান্তি বিশ^াস। এছাড়াও স্মৃতিচারণ করেন পলাশ কান্তি বিশ^াস, সুজিত কুমার দাস, শহীদুল ইসলাম স্বপন, মোখলেছুর রহমান খান, সাঈদ আহামেদ হারুন, সাদেকুর রহমান সেলিম. হাবিবুর রহমান কাজল, হাবিবুল ইসলাম খান শহীদ, হুমায়ুন কবীর, প্রনয় সরকার রুবেল, ফারুখ আহমেদ, মো. মুরাদ হোসেন, আতাউর রহমান খান লিটন প্রমুখ। জান্নাত সাথীর পরিচালনায় র্যাফেল ড্র’তে বিজয়ী হন শাহ আলম, দুলাল চন্দ্র ভৌমিক, সঞ্চিত কুমার পন্ডিত।
নৃত্যে অংশ নেয় শ্রেষ্ঠাশ^রী দাস আদৃতা, মিথিলা দেবনাথ ঝিলিক, গানে রাকীব আহমেদ, মোমেন, উদয়, তুতুল, অর্পা, অনামিকা দেবনাথ, প্রতিমা রানী পাল, গৌতম দাস অন্তি, পলাশ মাজহার। অনুষ্ঠানের শুরুতেই পরলোকগত বন্ধু ও বান্ধবীদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।