ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কোভিড-১৯ পরিস্থিতিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি জরুরী সভা রবিবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় বতমানে পরিস্থিতিতে মহামারী মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে টিকা দান, করোনার পরীক্ষা নির্ণয়, চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহলিা ভা্সইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, সিধলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।