ময়মনসিংহের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শনিবার (৪ অক্টোবর/২৫) আমরা করবো রক্তদান-সৃষ্টিকর্তা বাঁচাবে প্রাণ এ স্লোগানে বর্ণিল শোভাযাত্রা বের করে। এছাড়াও এক বছরে ৩বার রক্তদাতাদের রক্তযোদ্ধা সনদ-ক্রেস্ট প্রদান ও সেরা সংগঠক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আফিয়া আমীন পাপ্পা সংবর্ধিত রক্তযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করে সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম ও তাসফিয়া আলম প্রভা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মালেক, প্রভাষক জোবায়ের আহমেদ, ডা. আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, জাহিদ হাসান লিকন প্রমুখ।