ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বুধবার (৫ ফেব্রæয়ারি/২৫) ‘সস্মৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ ¯েøাগানে পৃথক বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণপাঠাগারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদকমন্ডলির সদস্য মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষাদের সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুর ইসলাম রাকিব, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর গণপাঠাগারের মুশফিকুর রহিম, নুর মোহাম্ম শাফি, বেনজি আহাম্মেদ তাজভীদ, স্বপন সরকার, হারুন মিয়া প্রমুখ।