আজ সোমবার ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
Oplus_131072




গৌরীপুর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
 অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তানজীন চৌধুরী লিপি বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শারমিন রহমান, প্রভাষক সেলিম আল রাজ ও প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন ড. মো: হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক মো: তামজিদুর রহমান, সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন,  সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত চন্দ্র দাস, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।
বিভিন্ন ইভেন্টের বিচার কার্য পরিচালনা করেন সহকারী নাজমুন্নাহার, সহকারী অধ্যাপক মাসুদা আক্তার, সহকারী অধ্যাপক জাকিয়া রহমান, সহকারী অধ্যাপক মো: রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক তাছলিমা আজাদ, সহকারী অধ্যাপক নূরঝুমা,  সহকারী অধ্যাপক মো: তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক রিফাত আরা সূচি, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক মো: রাকিুবল হাসান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক  চিত্রা রাণী পাল, প্রভাষক মো: আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী,  প্রভাষক মো: মোস্তাকিম, প্রভাষক মো: ফয়জুর রহমান, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা,  প্রভাষক মাহাবুব আলম আকন্দ, প্রভাষক কবিরুল আলম, , প্রভাষক সানোয়ার জাহান, প্রভাষক আব্দুল আলিম খান, লাইব্রেরিয়ান মো: কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম,  প্রভাষক জান্নাতুল হাওয়া প্রমুখ।
লৌহ গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় ১ম কাজী নুসরাত জাহান, ২য় তাসফিয়া তাসফিয়া গুনগুন চৌধুরী, ৩য় মীম আক্তার স্থান অধিকার করে। চাকতি নিক্ষেপে ১ম কাজী নুসরাত জাহান, ২য় তাসফিয়া তাফানুম গুনগুন চৌধুরী,  তানজিনা নূপুর, দড়ি লাফে ১ম অর্মিতা ইতি, ২য় আরিফা আক্তার, ৩য় ফাইজা আক্তার, একশ মিটার দৌড়ে ১ম সাদিয়া আফরোজ তন্বী,  ২য় সুরাইয়া, ৩য় অর্মিতা ইতি, বল নিক্ষেপ ১ম শাহ্ রূফাইদা লুবাবা, ২য় গালিব,  ৩য় সায়ান। পুরুষ শিক্ষকদের বল নিক্ষেপ ক গ্রুপে ১ম কবিরুল আলম,  ২য় সানোয়ার জাহান,  ৩য় উপাধ্যক্ষ ড. মো: হারুনুর রশিদ,  খ গ্রুপে ১ম মো. সেলিম,  ২য় আব্দুল আলিম খান, ৩য় ইয়াছির আরাফাত,  শিক্ষিকাদের মধ্যে বল নিক্ষেপে ১ম নাজমুন্নাহার, ২য় দিলরুবা ইয়াসমিন, ৩য় রিফাত আরা সূচি। ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  কাজী নুসরাত জাহান,  রানারআপ অর্মিতা ইতি টফি প্রদান করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০