-
- ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, স্লাইড
- ময়মনসিংহ – শেরপুর আঞ্চলিক মহাসড়কের ১৮কিঃ মিঃ সড়ক দূর্ঘটনা কবলিত পরিণত
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
ময়মনসিংহ – শেরপুর আঞ্চলিক মহাসড়কের ১৮কিঃ মিঃ সড়ক দূর্ঘটনা কবলিত এলাকায় পরিনিত হয়ে পড়েছে। গত একমাসে ১৮কিঃ মিঃ সড়কে মধ্যে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে।।
জানা গেছে, ময়মনসিংহ – শেরপুর – হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা হইতে শম্ভুগঞ্জ রঘুরামপুর পর্যন্ত ১৮ কিঃ মিঃ সড়কে গত ২৭ মার্চ হতে ২৭ এপ্রিল পর্যন্ত একমাসে বাসের মুখোমুখি, বাস-সিএনজি, – প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছে। এর মধ্যে ওই আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর, বাস-মাইক্রো সংঘর্ষ ভাই-বোন,রূপচন্দ্রপুরে দুই পাশের মুখোমুখি সংঘর্ষে দুইজন, মধুপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনা তিনজন,রূপচন্দ্রপুর হিমালয় ফিলিংস্টেশনে সামনে দু ‘বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন ও গতকাল শনিবার ওই আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলালপুর নামক স্থানে দু”সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, ওই আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলা সদর হইতে- ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ রঘুনাথপুর পর্যন্ত সড়কের আঁকাবাঁকা ও গুরুত্বপূর্ণ স্থানে দুর্ঘটনা প্রবলিত এলাকা উল্লেখ করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সড়কের পাশে বিভিন্ন সাইন বোর্ড টানানো হয়েছে। ওই ১৮ কিঃমিঃ সড়কে ডিভাইডার স্থাপন করলে সড়ক দুর্ঘটনায় কমবে বলে সচেতন মহলের ধারনা।
এই বিভাগের আরও খবর