বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ^বিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান অনয় (২২) বৃহস্পতিবার (২৫জুলাই/২০২৪) রাত ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় গৌরীপুর গণপাঠাগারের সামনে দুর্বৃত্ত্বরা হামলার শিকার হয়।
এনামুল হাসান অনয় জানায়, ১০-১৫জন এসে প্রথমে কিলঘুষি ও লাথি মারে, একজন লাঠি নিয়েও পেটায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে। তিনি আরও জানায়, হামলাকারীরা আমাকে সরকার বিরোধী কর্মকাণ্ড, কোটা আন্দোলনে স্লোগান দেয়ার এসব অভিযোগ তুলে জামায়াত-শিবির আখ্যায়িত করার চেষ্টা করে।
অনয় গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের পুত্র। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষে অধ্যয়নরত। তিনি গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবেও ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।
গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম আক্তার নোমান জানায়, অনয়ের ডানহাতের কনুর নিচে ১টি ও ডানপিঠের উপরে ২টি আঘাতের চিহ্ন রয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় জিডি হয়েছে। তদন্ত চলছে।