শাহ্গঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদুল ফিতরের ছুটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মত জাঁকজমকপূর্ণ আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট/২০২৫ এর দুটি গ্রুপে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়৷
৪ এপ্রিল শুক্রবার দুপুর ২ ঘটিকায় শাহগঞ্জ স্কুল মাঠে প্রথম ফাইনালে সিনিয়র গ্রুপের ২০০৪ ব্যাচ বনাম ২০০৬ মধ্যকার খেলায় ২০০৬ ব্যাচ চ্যাম্পিয়ন হয়৷ সিনিয়র গ্রুপে ২০০৪ ব্যাচের ৮১ রানের টার্গেটের জবাবে ২০০৬ ব্যাচ ৮ টানে জয় লাভ করে৷
সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন এসএসসি ২০০৬ ব্যাচ৷
জুনিয়র গ্রুপের ২০২১ বনাম ২০২৩ মধ্যকার খেলায় ২০২৩ ব্যাচ ৮০ রানের টার্গেট ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷
সকল ব্যাচের সম্মিলিত সিদ্ধান্তক্রমে অত্র স্কুলের ২০১৫ ব্যাচের তত্বাবধানে সকল ব্যাচের সার্বিক সহযোগিতা টুর্নামেন্টের মিলনমেলা আয়োজিত হয়৷
টুর্নামেন্টে ২৫টি ব্যাচ বা দল অংশগ্রহণে টুর্নামেন্ট ফরম সংগ্রহ করেছে৷ ঈদের দিন ৩টি ম্যাচের মাধ্যমে শুরু করে ৪দিনের মধ্যে শেষ করা হবে বলে জানা যায়৷
আয়োজক কমিটির অন্যতম সমন্বয়কারী মো. সোহাগ রানা জানান, স্কুলটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৯৬৮ সাল থেকে এসএসসির ব্যাচ পাওয়া যায়৷ তাঁর মধ্যে ১৯৯৬ হতে ২০২৪ পর্যন্ত দুটি গ্রুপে সিনিয়র গ্রুপে ৮টি ও জুনিয়র গ্রুপে ১৭টি সহ মোট ২৫ দল বা ব্যাচ অংশ নেয়৷
নকআউট পর্ব শেষে দুটি গ্রুপে সিনিয়র গ্রুপে ২০০৩, ২০০৪ ২০০৬, ২০০৭ ব্যাচ ও জুনিয়র গ্রুপে ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩ সেমিফাইনাল শেষে সিনিয়র গ্রুপে ২০০৪, ২০০৬ জুনিয়র গ্রুপে ২০২১, ২০২৩ ব্যাচ ফাইনালে উত্তীর্ণ হয়৷