গুগল অ্যাডসেন্স পেয়েছে দৈনিক বাহাদুর। ময়মনসিংহের গৌরীপুরে জনপ্রিয় অনলাইন দৈনিক বাহাদুর ডটকম গুগল কর্তৃক প্রেরিত গুগল অ্যাডসেন্স এর পত্রটি বৃহস্পতিবার (৩০জুন/২০২২) ডাক যোগে দৈনিক বাহাদুর কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।
গৌরীপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার স্বপন কুমার পন্ডিত প্রেরিত পত্রটি দৈনিক বাহাদুরের ব্যবস্থাপনা সম্পাদক মো. এমদাদুল হকের নিকট হস্তান্তর করেন।
এ সময় গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, দৈনিক বাহাদুরের উপজেলা প্রতিনিধি শ্যামল ঘোষ, পোস্টম্যান মো. রিয়াজ উদ্দিন, নীরব উপস্থিত ছিলেন।
এ প্রাপ্তির জন্য কারিগরী ও আর্থিক সহযোগিতার জন্য উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক ও দৈনিক বাহাদুরের উপ-সম্পাদক মো. রফিকুল ইসলামের নিকট কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও দৈনিক বাহাদুর বিশ্বের ৬৭টি দেশে প্রদর্শিত হওয়ায় এবং তাদের দেখার কারণেই এ অর্জন হয়েছে বলে স্বীকার করেন ব্যবস্থাপনা সম্পাদক মো. এমদাদুল হক। তিনি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।