ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজ থেকে কেউ পাশ করেনি। এই কলেজে পাশের হার শূন্য। চন্দ্রবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো।
ফলাফলের বিষয়ে চন্দ্রবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, ২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো, তারা ২ জনই ফেল করেছে। ফলাফল থেকে পরবর্তীতে সতর্ক থাকবো। শিক্ষার মান বাড়ানো হবে।
এ ব্যাপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, চন্দ্রবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে। প্রতিষ্ঠানটি থেকে মাত্র ২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।