বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (৮ আগস্ট/২০২৫) স্বজন সমাবেশ কার্যালয়ে কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভূটিয়ারকোনো আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ।
‘জগত জুড়ে উধার সুরে’, ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ¦ালিয়ে তুমি ধরায় আসো’ দলীয় সংগীতের মধ্য দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। স্বজন শিল্পী অনামিকা সরকারে কন্ঠে মন মোর মেঘের সংগীতে, শিল্পী গোপা দাসের কন্ঠে ‘দিনের বেলায় বাঁশি তোমার, আমিরুল মোমেনীনের কন্ঠে ‘ভালোবেসে যদি সুখ নাহি’, চায়না রানী সরকারের কন্ঠে ‘খোল খোল দ্বার’, কাশফিয়া জাহান তৃপ্তির কন্ঠে ‘আলো আমার আলো ওগো,’, প্রমিত সরকারের কন্ঠে ‘আমরা সবাই রাজা, রফিকুল ইসলাম রবির কন্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে।’ কবিতা আবৃত্তি করেন নাদিরা জামান পান্নার (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ), ইসরাত জাহান লাকী (দুই বিঘা জমি), সজিব খান (সোনার তরী), শামীমা খানম মীনা (বীর পুরুষ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। আলোচনায় অংশ নেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন মিতু রানী দে, মাহমুদা আক্তার লিপি, হোমায়রা শাহরিন তুলি, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।