ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের গোহালাকান্দা এলাকায় রোববার (২৩জুলাই/২৩) মাছবাহি পিকআপভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান নেত্রকোণার ইসলামী ব্যাংক কর্মকর্তা মার্জিয়া আক্তার (৩৮)। আহত হন তার স্বামী সোনালী ব্যাংকের কর্মকর্তা মামুনুর রশিদ সায়মনসহ আরও ৪জন। তারা গৌরীপুর থেকে সিএনজিযোগে নেত্রকোণায় কর্মস্থলে যাচ্ছিলেন। নিহত ব্যাংক কর্মকর্তা গৌরীপুর পৌর শহরের নতুনবাজার মহল্লার আব্দুল মোতালিবের কন্যা।
অপরদিকে একই সড়কে শনিবার সন্ধ্যায় কার্ভাডভ্যানের সঙ্গে যাত্রীবাহি বাসের সংঘর্ষে প্রায় ২০জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। একইদিনে একই সড়কের গাছতলা বাজারে মিনি কভারভ্যানের সঙ্গে সিএনজি সংঘর্ষে বিমল বর্মন (৩৮) নিহত হন। তিনি নেত্রকোনা সাকুয়া নবপুর এলাকার বিষ্ণু বর্মনের পুত্র। এ দুর্ঘটনায় আরও ৪জন আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মঞ্জুরুল হক।