ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গ্রামীণ প্রান্তিক নারী সদস্যদের মধ্যে ৪২ হাজার ১৪৭টি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চারটি শাখায় এক যোগে ওই চারা বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক ঈশ্বরগঞ্জ এরিয়া অফিস সূত্রে জানা যায়, ব্যাংকের কেন্দ্রিয় সিদ্ধান্ত হিসেবে ২০২৩ সালে ২০ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ঈশ্বরগঞ্জ এরিয়া অফিস ৩ লাখ ৮৫ হাজার ৪১০টি চারা বিতরণের উদ্যোগ নেয়। প্রথম দিনে ঈশ্বরগঞ্জ শাখার অধিনে ১৩ হাজার ৯৭টি, সোহাগী শাখার অধিনে ১০ হাজার ৫৪২টি, আঠারবাড়ী শাখার অধিনে ১০ হাজার ৩৬৭টি, ও মগটুলা শাখার অধিনে ৮ হাজার ১৪১টি চারা বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জোনাল ম্যানেজার হুমায়ূন কবীর, উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার ইলিয়াস হোসেন, ঈশ্বরগঞ্জ শাখা ব্যবস্থাপক মুখলেছুর রহমান, সোহাগী শাখা ব্যবস্থাপক, আনিছ আহাম্মেদ, আঠারবাড়ী শাখা ব্যবস্থাপক শান্তু মিয়া, মগটুলা শাখা ব্যবস্থাপক শাহাব উদ্দিন, আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, গোলাম সাত্তার প্রমুখ।