আজ রবিবার ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দায় উন্নয়ন মুলক কাজের উদ্ভোধন তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গৌরীপুরে কৃষকের এসআরআই শস্য কর্তন উৎসবে উৎফুল্ল কৃষাণ-কৃষাণীরা! একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক আসকার ইবনে শাইখের আজ ১৫তম মৃত্যুবার্ষিকী তারাকান্দায় একমাত্র রেলস্টেশন বন্ধ ‌, যাত্রী দুর্ভোগ, ক্ষতি হচ্ছে রেলওয়ে সম্পদ তারাকান্দায়এলজিইডি’র একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট মোফাজ্জলকে বিজয়ী করতে এলাকাবাসীর অঙ্গিকার রোগীর সেবায় থাকে খোদার সন্তুষ্টি গৌরীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হুদা লিটনের ব্যাপক গণসংযোগ গৌরীপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম আর নেই!
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ




গৌরীপুর হাসপাতালে ‘শুভ’র আগমনের মধ্যদিয়ে ৪১বছর পর চালু হলো অপারেশন থিয়েটার!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১বছর পর প্রথমবারের মতো অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। মঙ্গলবার একটি সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শফিউর রহমান প্রথম শিশু শুভকে কোলে নেন।
তিনি বলেন, প্রথম সূর্য্যােদয়ের সঙ্গে পৃথিবীর সকল আনন্দের মধ্যে সেরা আনন্দ দেয় একজন নবজাতক। আমি তাকে কোলে নিতে পেরে খুবই আনন্দিত। কেননা এইদিনটা এ উপজেলার মানুষের স্বাস্থ্য সেবায় মাইলফলক হয়ে থাকবে।

রঙিন বেলুনে সুসজ্জিত অপারেশন থিয়েটারে প্রবেশ করেন হাবিবা আক্তার। তিনি পূর্বধলা উপজেলার কাজলা ইউনিয়নের দরুন বৈরাটি গ্রামের মো. সোহেল মিয়ার স্ত্রী। তিনি জানান, আমি খুব খুশী। প্রথম সন্তান ছেলে হয়েছে আর এ হাসপাতালের অপারেশন থিয়েটারের প্রথম সিজাররিয়ান সন্তান। তাই ওর নাম রেখেছি ‘শুভ’। নার্সিং ইনচার্জ শামছুন্নাহার জানায়, শিশুর ওজন ছিলো ২ কেজি ৯০০গ্রাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের জানান, হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি। এ সময় একজন প্রসূতি মা হাসপাতালে আসেন। তাকে বিভাগের হাসপাতালে প্রেরণ করাও কঠিন ছিলো। তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে সিজার করানো হয়। ইনশাল্লাহ, আমরা সফল হয়েছি। তিনি আরো জানান, এর ফলে উপজেলা হাসপাতালের দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হলো। দরিদ্র-অসহায় মানুষ স্বল্পমূল্যে তাৎক্ষনিক সেবা পাবেন। এতে মা ও নবজাতের মৃত্যুর ঝুঁকি কমবে।

তিনি আরও জানান, এ কার্যক্রম চালুর জন্যে ময়মনসিংহ-৩ গৌরীপুরের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ ও স্বাস্থ্য বিভাগের আন্তরিক সহযোগিতার জন্যে সম্ভব হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
অপারেশন থিয়েটার ও হাসপাতালে কার্যক্রম পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের উপপরিচালক ডা. মো. আব্দুল কদ্দুছ, সহকারী পরিচালক ডা. ইসরাত জাহান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জাবেদ হোসেন, গৌরীপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অফিসার ডা. রামকৃষ্ণ সাহা।

অপারেশন কার্যক্রম পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আয়েশা বেগ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থাশিয়া) ডা. মো. কামরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. কাকলী দাস, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আতিকুর রহমান, ডা. জাহের হোসাইন। অপারেশন কার্যক্রমে সহযোগিতা করেন নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, নার্সিং সুপারভাইজার মোছা. রোকেয়া আক্তার খাতুন, শাহানা আক্তার, ফরিদা ইয়াসমিন।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯৮১সনে কার্যক্রম শুরু হয়। এরমধ্যে একাধিকবার অপারেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েও সফল হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১