আজ শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হুদা লিটনের ব্যাপক গণসংযোগ গৌরীপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম আর নেই! মেহেদির রং মুছতে না মুছতেই লা*শ হলো নববধূ সাদিয়া গৌরীপুরে এসডিএফের উদ্যোগে স্টেক হোল্ডারদের কর্মশালা আইডিইবি ময়মনসিংহ শাখার সংবাদ সম্মেলন তারাকান্দায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা সভাপতি -শিমেল,সাধারণ সম্পাদক- সাজ্জাদ তারাকান্দায় থানার ওসি’র বিরুদ্ধে অবৈধ তদবিরবাজরা লেগে গড়েছে গৌরীপুরে মাদরাসায় মাত্র ১জন পাশ! সেরা স্কুলে ৭০জন ফেল! গৌরীপুরের প্রভা ও তাসিন জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে লড়ছে গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২০, ৬:০৬ অপরাহ্ণ




ময়মনসিংহের ত্রিশালে চেক প্রতারণা মামলা করায় বাদিকে খুনের হুমকি

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহের ত্রিশালের ঝাইয়ারপাড়ে ৫০ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে প্রত্যাহার না করায় বাদি আব্দুল হাশিমকে খুন ও পুলিশ দিয়ে তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। জীবন বাচাতে আব্দুল হাশিম গত কয়েক মাস ধরে বাড়ি ছাড়া হয়ে দিনাতিপাত করছে। একই সাথে তিনি কোতোয়ালী মডেল থানায় জিডি নং ১৫৮৮ তাং ১৯/০৭/২০২০ তারিখে ডিজি করেছেন। ঝাইয়ার পাড়ের আলতাব আলীর ছেলে ব্যবসায়ী শেখ ফরিদ এ ঘটনা ঘটিয়ে চলছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ত্রিশালের ঝাইয়ারপাড়ের মৃত আলতাব আলীর ছেলে শেখ ফরিদ পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল হাশিমের সাথে ঘনিষ্টতা ও বিশ্বস্থতা গড়ে তুলে। এরই সুবাধে শেখ ফরিদ তার মৎস্য খামারের জমি ক্রয় ও মাছে খাবার কেনার জন্য আব্দুল হাশিমের কাছ থেকে ৫০ লাখ টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করার শর্তে হাওলাদ গ্রহণ করে। শেখ ফরিদ শর্ত এবং তার দেয়া অঙ্গিকার মোতাবেক নির্ধারিত সময়ে হাওলাদ বাবদ পাওনা টাকা পরিশোধে নানা তালবাহানা ও কালপেন করতে থাকে। এ নিয়ে একাধিক দেন দরবার হয়েছে। এক পর্যায়ে চলতি বছরের ১৮ ফেব্র“য়ারী তারিখ সমুদয় টাকা পরিশোধ করবে মর্মে অঙ্গিকার করে। এ সময়ে শেখ ফরিদ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান দুই ভাই মৎস্য খামার ও ফিড মিলের নামীয় সিটি ব্যাংক (দেশের যে কোন শাখায় পরিশোধ যোগ্য) হিসাব নং-১৪০১৬০৯৪৪১০০১ এর তিনটি পৃথক চেক প্রদান করেন পাওনাদার আব্দুল হাশিমের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হৃদয় মৎস্য খামারের নামে। শেখ ফরিদের ব্যবসা প্রতিষ্ঠানের নামীয় প্রদত্ত চেক তিনটি আব্দুল হাশিম গত ১৮ ফেব্র“য়ারী,২০২০ তারিখে নগদায়ন বা ক্যাশ করার জন্য মিডল্যান্ড ব্যাংক লিঃ ভালুকা শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপ ২৩/২/২০২০ তারিখে চেকগুলো ডিজঅর্নার মর্মে ফেরত দেন। এ অবস্থায় আব্দুল হাশিম ১২ মার্চ,২০২০ তারিখে চেক প্রদানকারী শেখ ফরিদকে চেক ডিজঅর্নার হওয়ায় আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন। এর পরও শেখ ফরিদ টাকা পরিশোধ করেনি। নিরূপায় হয়ে আব্দুল হাশিম চেক প্রতারণার অভিযোগে শেখ ফরিদের বিরুদ্ধে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল আদালতে গত ৩১/৫/২০২০ তারিখে মামলা নং ১৭৬(ঘ)/২০২০ নং মামলা করেন।

৫০ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে শেখ ফরিদের নামে মামলা দায়েরের পর থেকে সুচতুর শেখ ফরিদ তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে বাধ্য করতে নানাভাবে হুমকি, দমকি, ভয়ভীতি প্রদর্শন ও খুনের চেষ্ঠা করে আসছে। জীবনের নিরাপত্তার দাবিসহ প্রতারক শেখ ফরিদের নামে আব্দুল হাশিম গত ১৯/৭/২০২০ তারিখে কোতোয়ালী মডেল থানায় জিডি নং-১৫৮৮ দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, শেখ ফরিদের নামে চেক প্রতারণার দায়ে মামলা করায় ঐ মামলা প্রত্যাহার না করায় তাকে (আব্দুল হাশিম) খুনের হুমকিসহ খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। আব্দুল হাশিম আরো অভিযোগ করেছেন, শেখ ফরিদের বিরুদ্ধে ৫০ লাখ টাকার তিনটি চেক প্রতারণার অভিযোগে মামলা করার পর থেকে নিয়মিত মোবাইলে এবং প্রকাশ্য তাকে হুমকি দিয়ে আসছে। তিনি মোবাইলে এবং প্রকাশ্য হুমকি দিয়ে বলছে মামলা প্রত্যাহার না করলে থানা পুলিশ ও ডিবি পুলিশ দিয়ে তুলে নিয়ে চেক ফেরত নেয়া হবে। এর পরও চেক ফেরত না দিলে তাকে খুন করে লাশ গুম করে ফেলা হবে। এ অবস্থায় আব্দুল হাশিম তার জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে বাড়ি ছেলে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি পুলিশ সুপারসহ উর্দ্বতন কর্তৃপরে সহযোগীতা কামনা করেছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১