-
- খেলা, তারাকান্দা, ময়মনসিংহ জেলা, স্লাইড
- তারাকান্দায় বাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা চ্যাম্পিয়ন
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ময়মনসিংহের তারাকান্দায বাাট্টা ভাটপাড়া এন,নি উচ্চবিদ্যালয় ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জানা,গেচে, শীতকালীন (আঃন্ত স্কুল) ক্রীড়া প্রতিযোগিতা ময়মনসিংহ সদর উপজেলা কে হারিয়ে তারাকান্দা উপজেলার বাটা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। গতকাল প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম
বাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তার উদ্দিনের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন। এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আল আমিন ও জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ছিদ্দি্কুর রহমান উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর