তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ গ্রামে মৃত এমদাদ হোসেন এর স্ত্রী মোছাঃ পলি খাতুন ও তার ছেলে মেয়ে গণ একই গ্রামের ১/ মোঃ হারুন অর রশিদ (৫০) ২/ আনোয়ারা আক্তার খাতুন (৪০) ৩/ মোঃ রফিকুল ইসলাম (৪৫) ৪/মোঃ জহিরুল ইসলাম (৩৮) ৫/ মোঃ মাজহারুল ইসলাম (৩২) এর ১৩০৪ দাগের বালিখাঁ বাজার সংলগ্ন ১২ শতাংশ ভূমি প্রায় বিশ বছর যাবৎ জোর দখল করে টিন সেট ঘর উত্তলন করে দখল করে রেখেছে। এতে অত্র এলাকার জন সাধারণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি অবগতির জন্য মাননীয় জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি) ফুলপুরকে অবহিত করা হলো।