আজ রবিবার ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে কৃষকের এসআরআই শস্য কর্তন উৎসবে উৎফুল্ল কৃষাণ-কৃষাণীরা! একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক আসকার ইবনে শাইখের আজ ১৫তম মৃত্যুবার্ষিকী তারাকান্দায় একমাত্র রেলস্টেশন বন্ধ ‌, যাত্রী দুর্ভোগ, ক্ষতি হচ্ছে রেলওয়ে সম্পদ তারাকান্দায়এলজিইডি’র একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট মোফাজ্জলকে বিজয়ী করতে এলাকাবাসীর অঙ্গিকার রোগীর সেবায় থাকে খোদার সন্তুষ্টি গৌরীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হুদা লিটনের ব্যাপক গণসংযোগ গৌরীপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম আর নেই! মেহেদির রং মুছতে না মুছতেই লা*শ হলো নববধূ সাদিয়া গৌরীপুরে এসডিএফের উদ্যোগে স্টেক হোল্ডারদের কর্মশালা
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১, ২০২০, ৪:০২ অপরাহ্ণ




আনন্দ ভ্রমণ বিষাদে পরিণত ॥ ঘরে ঘরে মাতম ॥ গৌরীপুরে চার শিক্ষার্থীর জানাযার নামাজ অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
আনন্দ-উৎসব করতে গিয়ে এবার লাশ হয়ে বাড়ি ফিরলো ময়মনসিংহের গৌরীপুরের ৪ শিক্ষার্থী। উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে রোববার (১ মার্চ/২০২০) একসঙ্গে তাদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার কাকউরগড়া ইউনিয়নের শান্তিপুরে শনিবার (২৯ ফেব্রুয়ারি/২০২০) রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এ শিক্ষার্থীরা নিহত হন।
শালীহর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আবু সাঈদ জানান, নিহতরা হলেন গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম হৃদয় (১৪)। সে শালীহর গ্রামের রমজান আলী খানের পুত্র। গতবছর জেএসসির শিক্ষার্থী মোঃ আশরাফুল আলম (১২)। সে শালীহর গ্রামের আব্দুল হকের পুত্র। মাদরাসায় অধ্যয়রত শিক্ষার্থী ইয়াসিন মিয়া (১০)। সে মৃত আব্দুল মজিদের পুত্র। অপরজন হলেন তারাকান্দা উপজেলার বিসকা গ্রামের ছমির উদ্দিনের পুত্র সাহাবুল ইসলাম (১৬)। সে এবার শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
নিহতের জানাযার নামাজ সকাল ১১টায় উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। নিহতদের পরিবারকে শান্তনা জানাতে ছুটে আসেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ইউএনও সেঁজুতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ। এলাকার গণ্যমান্য ব্যক্তি, সহপাঠী ও শিক্ষক এবং এলাকাবাসী জানাযার নামাজে অংশ নেন।
নিহতের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, এ ইউনিয়নে একসঙ্গে এতো লাশের জানাযা এর আগে কখনও হয়নি। শোকাহত পরিবারকে শান্তনা দিতে গিয়ে তিনিও বারবার মুর্ছা যান। এদিকে লাশ নিয়ে প্রত্যেক পরিবার ও স্বজনদের মাঝে ছিলো শোকের মাতম। সন্তান হারানোর বাবার চোখের কান্না যেন- কেউ সহ্য করতে পারছিলো না। উৎসক জনতা আর দেখতে আসা স্বজনের চোখের পানিও ধরে রাখতে পারেনি।
প্রত্যক্ষদর্শী পিকআপ ভ্যানের যাত্রী দাখিল পরীক্ষার্থী হারুন অর রশিদ জানান, পিকআপ ভ্যানটির সাথে প্রথমে দ্রুতগামী লরি’র সংঘর্ষ হয়। তাতে পিকআপভ্যানের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ভ্যানের যাত্রী লাফিয়ে নামার পর দ্রুতগামী ট্রাক শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর জীবন পিষে দেয় ওই ঘাতক ট্রাক। দাখিল পরীক্ষার্থী আহত রুবেল মিয়া জানায়, সদ্য সমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসা, ভোকেশনালের পরীক্ষার্থীসহ আশপাশের ৪৬জন শিক্ষার্থী নিয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি/২০২০) পিকনিকে নেত্রকোণার দুর্গাপুরে যায়। দুটো পিকআপে সবাই ছিলো। দুর্ঘটনা কবলিত পিকআপে কতোজন ছিলো তা জানা নেই। রাত ৮টা ৪০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রাজ্জাক জানান, পিকনিকে যাওয়ার বিষয়টি তারা জানতেন না। শিক্ষার্থীরা ব্যক্তিগত উদ্যোগে সম্মেলিতভাবে আনন্দভ্রমণ করতে গিয়েছিলো। এ মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকাহত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১