আজ শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে কৃষকের এসআরআই শস্য কর্তন উৎসবে উৎফুল্ল কৃষাণ-কৃষাণীরা! একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক আসকার ইবনে শাইখের আজ ১৫তম মৃত্যুবার্ষিকী তারাকান্দায় একমাত্র রেলস্টেশন বন্ধ ‌, যাত্রী দুর্ভোগ, ক্ষতি হচ্ছে রেলওয়ে সম্পদ তারাকান্দায়এলজিইডি’র একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট মোফাজ্জলকে বিজয়ী করতে এলাকাবাসীর অঙ্গিকার রোগীর সেবায় থাকে খোদার সন্তুষ্টি গৌরীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হুদা লিটনের ব্যাপক গণসংযোগ গৌরীপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম আর নেই! মেহেদির রং মুছতে না মুছতেই লা*শ হলো নববধূ সাদিয়া গৌরীপুরে এসডিএফের উদ্যোগে স্টেক হোল্ডারদের কর্মশালা
দৈনিক বাহাদুর || ডেস্ক
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২১, ১১:৩০ অপরাহ্ণ




গৌরীপুর স্বজন সমাবেশের ১৭তম বর্ষপূর্তিতে প্রতিষ্ঠাতা স্বজন সংবর্ধনা ও আলোচনা সভা

দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর/২০২১) গৌরীপুর স্বজন সমাবেশের ১৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় পাবলিক হলে জাতীয় সংগীত, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিষ্ঠাতা স্বজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধান নুরুল ইসলাম স্মরণে এক নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনায় সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, দৈনিক যুগান্তর সত্য প্রকাশের অকোতোভয় এক সৈনিক। স্বজনরা মানুষের ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ। দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখছেন স্বজনরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী, ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকন, ময়মনসিংহ সাংবাদিক বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছড়াকার আজম জহিরুল ইসলাম।

স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা স্বজন মহিলা কলেজের মনোবিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান মো. আহসানুল হক, শামীমা খানম মীনা, শাহানাজ আক্তার সাথী, আশরাফুল হাওলাদার অন্তর, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিল গোলাম মোস্তফা, কামরুল ইসলাম লিটন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী, গৌরীপুর উদীচীর সভাপতি পলাশ মাজহার, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, নাদিরা জামান পান্না, রমজান আলী মুক্তি, মোশারফ হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক গোবিন্দ বণিক, তৌহিদুল আমিন তুহিন, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সহসভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, কবি নুরুল আবেদিন, স্বজন মাসুদ রানা, শামীম আনোয়ার, মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান, বিজন চন্দ্র সরকার, উত্তম পাল, তাসাদদুল করিম, গোলাম কিবরিয়া, মো. মুরাদ হোসেন, মাহবুব রহমান মানিক, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, গোপা দাস, চায়না রাণী সরকার, প্রতীমা রাণী সরকার, আশিকুর রহমান রাজিব, শামীমা খানম, নাদিরা জামান পান্না, লুৎফা রুপা, হাসনা জামান, মাহমুদা আক্তার লিপি, বিজন চন্দ্র সরকার, উত্তম পাল, তাসাদদুল করিম, গোলাম কিবরিয়া।

২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর গৌরৗপুর পৌর ভবনের ছাদে মাত্র ১৩জন সদস্য নিয়ে গৌরীপুর স্বজন সমাবেশের যাত্রা শুরু করে। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের জন্য ২০০৯ সালে এ সংগঠনটি দেশসেরা সংগঠনের স্বীকৃতি অর্জন করে। বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচীর জন্য ২০১৪সালে উপজেলা কৃষি বিভাগ কর্তৃক বিশেষ সম্মাননা, করোনাকালীন দুর্যোগে বিশেষ ভূমিকার জন্য গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন। এ সংগঠনের আয়োজনে ১২বছর ধরে নিয়মিতভাবে মিনিম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে গৌরীপুরে। সংগঠনের কৃতি খেলোয়াড় সুসমিতা ঘোষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বর্ণপদক অর্জন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১