ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের নাহড়া বাজারে সোমবার (১৩ অক্টোবর /২০২৫) ব্র্যাকের বোর্ড বাজার শাখা উদ্বোধন উপলক্ষ্যে হতদরিদ্র ৪৮০জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ২৯৮জনের মাঝে চশমা প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও বোর্ড বাজার শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী রতন উদ্দিন আকন্দ। সঞ্চালনা করেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের এলাকা- ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ লতা হাবিব, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, ব্র্যাক মনিটরিং অফিসার মো. নুরুল্লা রিয়াদ, গৌরীপুরের শাখা ব্যাবস্থাপক (দাবি) মো. শরিফুজ্জামান, শাহগঞ্জের শাখা ব্যাবস্থাপক (দাবি) মমতাজ বেগম, উদ্বোধনী শাখা ব্যস্থাপক (দাবি) আমেনা খাতুন, হিসাব কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্টর স্পেশালিটি লিড জেনারেশন আলমগীর হোসেন প্রমুখ। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প পরিচালনা করেন নেত্রকোনা চক্ষু হাসপালের পরিচালক ডা. সাইফুল ইসলাম ও রাজিব সাহা।