ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ অক্টোবর/২৫) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ স্লোগানে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও অগ্নিনির্বাপন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আলা উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদক অফিসার ডা. শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউসুফ আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ।