আজ শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দায়এলজিইডি’র একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট মোফাজ্জলকে বিজয়ী করতে এলাকাবাসীর অঙ্গিকার রোগীর সেবায় থাকে খোদার সন্তুষ্টি গৌরীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হুদা লিটনের ব্যাপক গণসংযোগ গৌরীপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম আর নেই! মেহেদির রং মুছতে না মুছতেই লা*শ হলো নববধূ সাদিয়া গৌরীপুরে এসডিএফের উদ্যোগে স্টেক হোল্ডারদের কর্মশালা আইডিইবি ময়মনসিংহ শাখার সংবাদ সম্মেলন তারাকান্দায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা সভাপতি -শিমেল,সাধারণ সম্পাদক- সাজ্জাদ তারাকান্দায় থানার ওসি’র বিরুদ্ধে অবৈধ তদবিরবাজরা লেগে গড়েছে
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ




গৌরীপুর গণপাঠাগারের সহকারী প্রধান পরিচালক সত্যেন দাসের স্মরণসভা

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে গেল রোববার (২৮অক্টোবর/২৩) গণপাঠাগারের কার্যালয়ে সংগঠনের অন্যতম উদ্যোক্তা সহকারী প্রধান পরিচালক সত্যেন্দ্র চন্দ্র দাসের স্মরণসভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রধান পরিচালক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মো. আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর টেক্সটাইল ভোকেশনালের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত মৎস্য খামার মালিক যতীন্দ্র চন্দ্র বর্মণ, উদীচীর সাবেক সভাপতি একেএম মাজহারুল ইসলাম পলাশ, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গণপাঠাগারের সহকারী নির্বাহী পরিচালক আরিফ আহমেদ, অর্থ পরিচালক নূরুন নঈম মনন, পরিচালক জাকিয়া কানন, কবি আফরোজা আবেদীন, আব্দুস সালাম, আলী আশরাফ আবির, সত্যেন দাসের পুত্র শুভ দাস প্রমুখ।
অনুষ্ঠানে সত্যেন দাসের ছোট ছেলে শুভ চন্দ্র দাস আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি গৌরীপুর গণপাঠাগারের প্রতি পিতার স্মরণ সভা অনুষ্ঠানটি করার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, এই পাঠাগারটির সফলতার মাধ্যমেই তার পিতার স্মৃতি বেঁচে থাকবে। পাঠাগারে আসলেই পিতার কথা মনে পড়ে।
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু বলেন, সত্যেন দাস একজন সৎ, নিষ্ঠাবান সামাজিক ও রাজনৈতিক কর্মী ছিলেন। অধ্যক্ষ গোলাম মোহাম্মদ বলেন, সত্যেন দাস ছিলেন একজন সৃজনশীল মানুষ। তিনি শিক্ষাবান্ধব একটি সমাজ গঠনের জন্য এই গৌরীপুর গণপাঠাগারের প্রতিষ্ঠায় তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুজা উদযাপন পরিষদের সভাপতি রতন সরকার সত্যেন দাসকে একজন নিষ্ঠাবান ধার্মিক মানুষ ছিলেন। তিনি বিভিন্ন মন্দিরের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে গেছেন। অনুষ্ঠানের সভাপতি প্রধান পরিচালক রণজিৎ কর বলেন, সত্যেন দাস একজন মননশীল মানুষ ছিলেন। তিনি একটি পাঠাগার প্রতিষ্ঠা ও একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখতেন। তার হাত ধরেই সৃষ্ঠি হয়েছে গৌরীপুর গণপাঠাগার। এছাড়াও এলাকায় বর্তমানে একাধিক সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সৃষ্টি হওয়ায় তার স্বপ্নের বাস্তবায়ন তিনি জীবদ্দশাতেই দেখে গেছেন। এছাড়া বক্তারা সত্যেন দাসের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।#




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১