আজ শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দায়এলজিইডি’র একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট মোফাজ্জলকে বিজয়ী করতে এলাকাবাসীর অঙ্গিকার রোগীর সেবায় থাকে খোদার সন্তুষ্টি গৌরীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হুদা লিটনের ব্যাপক গণসংযোগ গৌরীপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম আর নেই! মেহেদির রং মুছতে না মুছতেই লা*শ হলো নববধূ সাদিয়া গৌরীপুরে এসডিএফের উদ্যোগে স্টেক হোল্ডারদের কর্মশালা আইডিইবি ময়মনসিংহ শাখার সংবাদ সম্মেলন তারাকান্দায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা সভাপতি -শিমেল,সাধারণ সম্পাদক- সাজ্জাদ তারাকান্দায় থানার ওসি’র বিরুদ্ধে অবৈধ তদবিরবাজরা লেগে গড়েছে
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২০, ৫:৪৭ অপরাহ্ণ




ধূপের ধোঁয়ায় জীবিকার রসদ

স্টাফ রির্পোটার :
কুয়াশার আমেজ কেটে গেছে। তেজ ছড়াচ্ছে দুুপুরের রোদ। হাটের দোকান-পাটে জমতে শুরু করেছে কেঁনাবেচা। এমন সময় হাটে দেখা মিলল এক ধূপওয়ালার। ধূপদানিতে ধূপের ধোঁয়া উড়িয়ে সে ছুটে চলছে এ দোকান থেকে ও দোকান। বকশিস হিসাবে দোকানীরাও খুশি মনে পাঁচ/দশ টাকা গুজে দিচ্ছে তার হাতে।
মঙ্গলবার এমন দৃশ্যের দেখা মিলে ময়মনসিংহের গৌরীপুরে পৌর শহরে সাপ্তাহিক হাটে।

ধূপওয়ালার নাম আতর আলী (৬২)। বাড়ি নেত্রকোনার পূর্বধলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে। জীবিকার তাগিদে এই পেশায় সে গত বিশ বছর ধরে।
স্থানীয়রা জানান পূজা-অর্চণায় ধূপের নিত্য ব্যবহার। এছাড়াও ব্যবসায় মঙ্গল ও সুগন্ধির কারণে দোকান-পাটে ধূপবাতি দেয়ার প্রচলন অনেক আগে থেকে। তাই সপ্তাহের শনি ও মঙ্গলবার হাটের দিন শহরে দেখা মিলে ধূপওয়ালার। তবে এই পেশা এখন অনেকটাই বিলুপ্তির পথে।

হাটে দাঁড়িয়ে কথা হয় আতরের সাথে। তার মাথায় বাধা লাল কাপড়। বেশভূষাও ফকিরে মত। এ প্রতিবেদকের সাথে কথা বলতে বলতেই ধূপ ছিটিয়ে ধূপের আগুন জ¦ালিয়ে রাখার চেষ্টা করছিল সে। নানা কথাবার্তার ফাঁকে নিজের ধূপওয়ালা হয়ে উঠার গল্পটা বের হয়ে আসলো আতরের মুখ থেকেই।
আতর আলী বলেন অভাবের সংসারে পড়াশোনা হয়নি। ছোট থাকতেই কাজ নেই পরের বাড়িতে। কিন্ত বয়স বাড়ায় আগের মত খাটতে পারিনা। তাই পেটের দায়ে ধূপওয়ালার কাজ নেই। তবে এই পেশাতেও খাটুনি কম নয়। একটানা অনেকক্ষণ ধূপদানি নিয়ে দ্রুত গতিতে হাঁটতে হয়।

পূর্বধলা ও গৌরীপুর সহ আশেপাশের হাট- বাজারে দোকান-পাটে ধূপ দেন আতর। এজন্য দোকান ভেদে দুই থেকে সর্বোচ্চ দশ টাকা পান। এতে আয় হয় ৭শ থেকে ৮শ টাকা।

দাম্পত্য জীবনে আতরের স্ত্রী সহ তিন ছেলে- মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে। এক ছেলে ও এক মেয়ে পড়াশোনা করে। ধূপের আয়ের এই টাকা দিয়েই চলে তার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ।

আতর আলী বলেন ধূপ পবিত্র জিনিস। তবে পূজা-অর্চণার জন্যই ধূপের ব্যবহার হয় বিষয়টা এমন নয়। ধূপ দিলে দোকান-পাট ঘরে সুগন্ধি ছড়ায়। ঘরের মশা তাড়ায়, ভ্যাপসা দুর্গন্ধ দূর হয়। ধূপের গন্ধ দেহ মনে প্রশান্তি এনে দেয়।

আতরের সাথে কথা বলতে তেজ হারিয়েছে দুপুরের রোদ। বেলা গড়িয়েছে বিকালের পথে। এমন সময় ধূপদানি নিয়ে আতর প্রবেশ করলেন ভুইয়্যা হার্ডওয়্যারে। ধূপ দিয়ে বের হওয়ার পথে থেকে দোকানের পরিচালক রাজু ভুইয়্যা বললেন মুরুব্বি কি ধূপ দিলেন ঘ্রাণই পেলাম না। কথা শোনে থেমে যায় আতর। কৌঠা থেকে একমুষ্ঠি ধূপ ছুড়ে দেন ধূপদানিতে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দোকান। ধোঁয়ার কুন্ডলিতে দোকানে ছড়িয়ে পড়ে ধূপের স্নিগ্ধ কোমল ঘ্রাণ। খুশি হয়ে রাজু ভুইয়্যা বকশিস গুজে দেয় আতরের হাতে। মৃদু হেসে ইশারায় বিদায় নিয়ে আতর ছুটে চলে সামনের পথে। আর ধূপের ধোঁয়ার কুন্ডলি সুগন্ধি ছড়িয়ে বাতাসে মিলিয়ে যেতে থাকে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১