ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের তাড়ায় পানিতে পড়ে শহীদ ফরিদুল ইসলাম স্বপনের স্বরণে মঙ্গলবার (১১ নভেম্বর /২৫) রামগোপালপুর বাসস্ট্যান্ড স্কুল মার্কেটে তার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শহীদের অভিভাবক শতাধিক গুলিবিদ্ধ আন্দোলনকারীর লিডার কেন্দ্রীয় আইনজীবী ফোরামের ময়মনসিংহের সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট নুরুল হক। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মৎসজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য জালাল আহমেদ আকন্দ, রামগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, এডভোকেট নুরুল হকের সহধর্মিনী ময়মনসিংহ জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন শম্পা , বিএনপি নেতা উসমান গনি মাস্টার, এডভোকেট শফিউল আলম খান মাহফিল, যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম আলিমেল হাকিম মুন্সি শাকিব, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, শাহ জাহান সাজু, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক , যুগ্ম আহ্বায়ক মো. নয়ন মিয়া, খায়রুল ইসলাম, শামীম আহমেদ, সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জহান, শাহীন, মো. স্বপন মিয়া। রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল মো. শান্ত মিয়া প্রমুখ।