শত শত ভক্তের প্রদীপ ও ধুপ জ¦ালিয়ে ময়মনিসংহের গৌরীপুরে মঙ্গলবার (১১ নভেম্বর/২৫) ঐতিহ্যবাহী ‘রাখের উপবাস’ ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উদযাপিত হয়েছে। কালিখলাস্থ লোকনাথের মন্দিরে ভক্তরা ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
কালিখনা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানায়, বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি কামনায় বিশ্বে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার পালন করে ‘কার্তিক ব্রত’ বা ‘রাখের উপবাস’। অনেকে আবার ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্বলন’ উৎসব নামেও জানেন।
মন্দির কমিটির সভাপতি অজিদ মোদক জানান, বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতিবছর এ উৎসবের নিয়মিত আয়োজন করা হয়। উপজেলা ও জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা প্রদীপ হাতে এখানে এসে জড়ো হন। আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী অর্চনা রানী সরকার জানায়, আমার খুব ভালো লাগছে। প্রদীপ জ¦ালিয়ে ঈশ্বরের নিকট মঙ্গলময় জীবন কামনা করেছি। এখন জলে ভাসিয়ে উৎসবের পূর্ণতার জন্য এসেছি।
গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ বলেন, প্রতিনিয়ত মানুষের অমঙ্গল এসে হাজির হয়, সেগুলো থেকে মুক্তি ও রক্ষার জন্য আজকের এই প্রদীপ উৎসবে অংশ নিয়েছি। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নিয়তি রানী দাস জানায়, সন্তানদের নিয়ে এসেছি। উৎসবে এসে খুব ভালো লেগেছে। চারদিকে ধুপের ধোঁয়া ও প্রদীপের আলোয় এক স্বর্গীয় অনুভূতি হয় আমাদের মতো ভক্তদের প্রাণে প্রাণে।
জানা যায়- প্রাণঘাতী রোগ কলেরা-বসন্তের হাত থেকে বাঁচার জন্য কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ-ধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ। সেই থেকে বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে ও আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথ অনুসারী ও ভক্তরা পালন করে থাকেন ‘রাখের উপবাস’।