স্বাধীনতাপদদকপ্রাপ্ত দেশ বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার স্মরণে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট/২৫) শোকর্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক ও গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক সুপার মোহাম্মদ আলী জিন্নাহ, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. রইছ উদ্দিন, সংগঠনের সহকারী নির্বাহী পরিচালক মো. আরিফ আহমেদ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রভাষক মোখলেছুর রহমান, আব্দুস সালাম, কবি শামীমা খানম মীনা, আফরোজা আবেদিন, স্বজনের সহসভাপতি নাদিরা জামান পান্না, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা প্রমুখ।