গৌরীপুর ইসলামাবাদ ফাযিল (ডিগ্রি) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ৮ জুন রবিবার মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গনে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে প্রোগ্রাম উদ্ভোধন করেন ইসলামাবাদ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুকুন উদ্দিন।
অনুষ্ঠানে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন দাখিল ১৯৮৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীবৃন্দ। অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ সহ বর্তমান শিক্ষকরাও পুনর্মিলনীতে অংশ নেন। এছাড়াও বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আবৃত্তিকারক জিহাদ রায়হান মোজাম্মেল ও তার টিম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
ইন্সট্যান্ট পারফরম্যান্স ও ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী ও ছাত্র-শিক্ষক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।