আজ সোমবার ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ




গৌরীপুরে দু’ট্রাকের সংঘর্ষে আহত-৪ : ট্রাকের ধান-চাল পাহাড়া দিলো বিএনপির নেতাকর্মী

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় রোববার (১১ মে/২৫) রাত সাড়ে ৯টার দিকে ধান বোঝাই ও চাল বোঝাই দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক, হেলপাড়সহ ৪জন আহত হন।
দুর্ঘটনার পরপরেই একটি চক্র ধান ও চাল লুটের চেষ্টা চালায়। এ সময় উপজেলার বিএনপি নেতা আবুল কাসেম, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদলের সদস্য তাওহিদুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তা প্রতিহত করেন। এরপরে তারা দু’ট্রাকের চারপাশে বেস্টনি দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকের চাল ও ধান রক্ষা করে।
দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভিতর থেকে আহতদেরকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান, উদ্ধার করে তাদেরকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ট্রাকের হেলপাড় বগুড়া সদরের ওবায়দুল হক ও শেরপুরের হাফিজুল ইসলাম।
গৌরীপুর থানার সাবইন্সক্টের মো. আইয়ুব আলী জানান, ধান বোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিকে ও আতবচাল বোঝাই ট্রাকটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলো। উপজেলার গঙ্গাশ্রম এলাকায় মুখোমুখি সংঘর্ষে দু’ট্রাকের চালক ও হেলপাড় আহত হয়। তিনি আরও জানান, প্রথম দিকে কিছু লোক ট্রাকের মালামাল লুট করার চেষ্টা করেছিলো। তা দলীয় নেতৃবৃন্দ প্রতিহত করে। এরপরে ট্রাক নিয়ে এসে নকল মালিক সেজে চাল নিতে চাইছিলো। সেটা যখন আমরা টের পেয়েছি। তখন দেখি ট্রাকও নাই, মালিকও নাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০