বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার (৩ মে/২৫) সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪দফা বাস্তবায়নের দাবি জানিয়ে ‘সাহনী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ প্রতিপাদ্য বিষয়ে বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে গৌরীপুর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব। প্রধান বক্তা বিষয়ে সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, অবরুদ্ধ সময়ের কবিতা’র সম্পাদক এহসান হাবিব, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন প্রমুখ