ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ জোড়া আমতলায় সাংস্কৃতিক উৎসবে শিল্পীরা সংগীত ও স্বজন তায়্যিবা জামান রায়না, রাইমা ও ইবনাত ইসলাম পারিসা নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্যা রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, হাফেজ মো. আজিজুল হক, এসএম দুলাল প্রমুখ।