-
- ফুলপুর, ময়মনসিংহ জেলা, স্লাইড
- আমজাদ আলী মেমোরিয়ালের চিকিৎসা সেবা পাচ্ছে অসহায় মানুষ
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
ময়মনসিংহে ফুলপুরের আমজত আলী মেমোরিয়ালের প্রতিষ্ঠাতা ও মরহুম আমজাদ আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান এডভোকেট শামসুল হক,অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল হক,ডা:আমিনুল হক, ডা: সায়েদুল হক,মোজাম্মেল হক, এমদাদুল হক, ফুলপুর -তারাকান্দার গণমানুষের সেবায় ও চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ফুলপুর তারাকান্দা অসহায় মানুষের চিকিৎসা সেবা সত্যিই প্রশংসনীয় স্থানীয়রা জানিয়েছেন।
ইতিমধ্যে ফুলপুর তারাকান্দার অসংখ্য গরিব অসহায় মানুষদেরকে সুচিকিৎসা দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন।মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, চক্ষু বিভাগ ও অন্যান্য রোগসমূহের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ফুলপুর তারাকান্দার মানুষের সর্বস্তরের সহযোগিতার জন্য সবসময় নিয়োজিত আছেন এমদাদুল হক। আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন সামনে আরো প্রশস্ততা লাভ করুক, সবার হৃদয়ে জায়গা করে নিক।আর বড় পরিসরে কাজ করুক।আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন এর সাফল্য ও মংগল কামনা করেন উপকারভোগিরা।
এই বিভাগের আরও খবর