দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (২ ফেব্রæয়ারি/২৫) দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে ২৫দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক মো. রমজানুর আহম্মেদ নাজিম, মো. রাজিবুল হাসান, স্বজন তাসাদদুল করিম, মো. লাখ মিয়া, মো. মাহাবুব আহমেদ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি প্রমুখ।