ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (২ ফেব্রæয়ারি/২৫) ‘সর্বস্তরে চালু হোক শুদ্ধ বাংলা’ এ প্রতিপাদ্য ¯েøাগানে বর্ণমালার মিছিল হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই মাতৃভাষার জন্য আত্মউৎসর্গকারী বীর সেনানীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুর হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশে^ একমাত্র আমাদের দেশ, যে দেশের তরুণরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়েছেন। সেই ভাষার মর্যায় রক্ষায় আমাদেরকেও সচেতন হতে হবে। শুদ্ধ বাংলা ব্যবহারের মধ্যদিয়ে মাতৃভাষার মর্যাদা ধরে রাখতে হবে।
সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। সর্বস্তরে শুদ্ধ বাংলা প্রচলনের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আয়ুব, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহবুবুর রহমান, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহমেদ, মানবজমিনের প্রতিনিধি মো. শামীম মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।