গৌরীপুরে শনিবার (১২ অক্টোবর/২৪) শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান ময়য়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল হক। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা এখনও সক্রিয়, তাদের ঠেকাতে আমরা সচেষ্ট আছি, আপনারও সজাগ থাকবেন। ওৎপেতে থাকা ওই ষড়যন্ত্রকারীরা সব সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা তা কখনও হতে দিবো না। গৌরীপুর হলো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আমরা, এ কেউ ষড়যন্ত্র করে রেহায় পাবে না।
এ সময় সঙ্গে ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাইসুল ইসলাম সজীব, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।