-
- তারাকান্দা, ময়মনসিংহ জেলা, রাজনীতি, স্লাইড
- তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উৎসব মুখর প্রচারণা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রধান হাট উপজেলা সদরের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন প্রতীকের সাদাকালো পোস্টারে পেয়ে গেছে উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে। জানা গেছে, তারাকান্দা বাজারবণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে প্রচার-প্রচারণা। উৎসব মুখর পরিবেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে।প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছে।৫৪৬ জন ব্যবসায়ী ভোটার নিয়ে এই সমিতির নির্বাচন যেন উৎসবের আমেজ বইছে।এ নির্বাচনে ৯ টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, সভাপতি পদে-আলহাজ্ব কামরুজ্জামান সরকার ফুল মিঞা ( ঘোড়া), এমদাদুল হক মন্ডল (ছাতা),
সহ সভাপতি পদে ৩ জন -রতন ভৌমিক (কাঠাল), মোঃ দেলোয়ার হোসেন দুরাল মুন্সী (পাখা) ও চন্দন কুমার পাল।
সাধারণ সম্পাদক পদে ৩ জন- আবুল বাশার বাদশা (গোলাপ ফুল), আলহাজ্ব ওবায়দুর রহমান খান কলিন (মোমবাতি) ও জুনায়েদ হোসেন আকন্দ (মাছ)
যুগ্ম সম্পাদক পদে -আব্দুল্লাহ ওরফে লিটন (ক্রিকেট ব্যাট) এবং মোঃ আলমগীর হোসেন (উড়োজাহাজ)।
সাংগঠনিক সম্পাদক পদে- মোঃ আবু সায়েম( মাইক) আফাজ উদ্দিন (হরিন) এবং মোঃ রইস উদ্দিন ( )কোষাধক্ষ্য পদে ২ জন- মোঃ নজরুল ইসলাম সৈকত ( ) ও মোঃ আল-আমীন আকন্দ ( ) ৪টি কার্যকরী সদস্য পদে- মোহাম্মদ বিল্লাল হোসেন (হাস) মোঃ আতিকুর রহমান আতিক( চশমা), মোঃ রইস উদ্দিন (চাকা) ও মোঃ আনোয়ার হোসেন (তালা)
এই বিভাগের আরও খবর