আজ শুক্রবার ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ




হত্যা মামলার প্রধান আসামী পুলিশ, এখনো গ্রেফতার হয়নি : গৌরীপুরে পিতার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন!

ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের জিলহক খন্দকারের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ এ অভিযোগে সোমবার (২ সেপ্টেম্বর/২০২৪) সংবাদ সম্মেলন করেছে নিহতদের পরিবার। হাতেম আলী সড়কস্থ স্বজন মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে পিতার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পুত্র রিফাত খন্দকার।

তিনি জানান, তার পিতার হত্যা মামলার প্রধান আসামী নাজমূল হুদা শরীফ এখানো গাজীপুর ডিএমপি পুলিশে কর্মরত। মামলার ২নং আসামী নারায়নগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী নামে একটি এনজিওতে কাজ করছে। ৩নং আসামীও প্রকাশ্যে কৃষি কাজ করছে। সকল আসামীরা প্রকাশ্যে ঘুরছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না।
মামলার বাদী নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, আমি ন্যায় বিচার নিয়ে শংকায় আছি। এ পুলিশ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পালিয়ে এসে, এখানেও ঝগড়া-বিবাদ সৃষ্টি করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তারপর সেই পুলিশ এখনো পুলিশ বিভাগে কিভাবে কর্মরত থাকে? তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন নিহতের ভাই মো. বিল্লাল হোসেন, ভাতিজা জাকির আলম সাগর, বোন নুর জাহান, চাচাত ভাই সেলিম খন্দকার।

গত মাসের ১৫ আগস্ট চাচাতো ভাইদের মারধরে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আমজত আলী খন্দকারের পুত্র জিলহক খন্দকার (৪০) মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, পুলিশে কর্মরত আসামীর বিরুদ্ধে বিভাগীয় পত্র প্রেরণ করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, মামলার তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১