আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৭ জুলাই/২৪) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ সুলতান জনি।
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম অমিত, মো. জাইদুল ইসলাম, মো. রোমন মিয়া, মামুন করিম, দিদারুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, সাধারণ সম্পাদক আল হোসাইন, মইলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক রতন, গৌরীপুর সদর ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অচিন্তপুরের সভাপতি রেজাউল ইসলাম আবির, সাধারণ সম্পাদক সৈকত উসমান তালুকাদার, মাওহার সভাপতি আঞ্জুমান আনজু, সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন সোহেল, সহনাটীর যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, বোকাইনগের আহ্বায়ক মো. রাসেল, রামগোপালপুরের আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক আল আমিন, মো. আব্দুল্লাহ আল মামুন, ডৌহাখলার আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক হোসাইন মাহমুদ, মো. কাজী সোহেল, ভাংনামারীর যুগাম্ম আবু সাঈদ, নেজামুল হক সোহেল, মো. সামীউল আলম, মো. রাসেল মিয়া, সিধলার আহ্বায়ক ফেরদৌস আহাম্মদ শাকিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মো. জামাল উদ্দিন প্রমুখ।