আজ সোমবার ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

বাসস || ঢাকা
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ




বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে: ডিএনসিসি প্রশাসক

মহানগরী থেকে সম্পূর্ণ বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ সোমবার ঢাকা উত্তর নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের জন্য ডিএনসিসি সচেষ্ট রয়েছে। কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখলে ডিএনসিসি হটলাইনে তথ্য দিলে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক জানান, এ বছর ডিএনসিসি আওতাধীন এলাকায় গরু, মহিষসহ মোট ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি করা হয়েছে। আজ দুপুর ২টা পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।

তিনি বলেন, এই বিপুল পরিমাণ বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য আগেই ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা ডাম্পিং স্থান নির্ধারণ করা হয়। কোরবানির আগেই বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করে আমিন বাজার ল্যান্ডফিল প্রস্তুত রাখা হয়। ফলে এবার কোরবানির বর্জ্য অপসারণের কাজ সহজে ও সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে।

ডিএনসিসি প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ময়লা পরিবহনকারী গাড়ি চলাচলে সহায়তা করার জন্য ঢাকার ট্রাফিক বিভাগকেও ধন্যবাদ জানান।

তিনি এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসিতে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় দশ ভাগের এক ভাগ জনবল দিয়ে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সংকট উত্তরণে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বছরজুড়ে শহরের বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ক্রয় করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এ বি এম সামসুল আলম এবং অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০