আজ সোমবার ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৬, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ




আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ২০ বছর পূর্ণ

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে আজ ২০ বছর পূর্ণ করলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সে কথা জানান তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুকে মুশফিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর।’

২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় মুশফিকের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় মুশির। গত ২০ বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের ব্যাটিং অর্ডারের ভরসার নাম ছিলেন তিনি।

বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। ৯৬ টেস্টে ৬০৫৫ রান, ২৭৪ ওয়ানডেতে ৭৭৯৫ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন তিনি।

ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ও এ বছরের মার্চে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান তিনি। এখন দেশের হয়ে শুধুমাত্র টেস্ট খেলছেন মুশি।

আর মাত্র ৪টি টেস্ট খেললেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার নজির গড়বেন মুশফিক।
মুশফিকের ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যান :

টেস্ট : ৯৬ ম্যাচে ৬০৫৫ রান, গড়- ৩৭.৩৭, সর্বোচ্চ-২১৯*

ওয়ানডে : ২৭৪ ম্যাচে ৭৭৯৫ রান, গড়- ৩৬.৪২, সর্বোচ্চ-১৪৪

টি-টোয়েন্টি : ১০২ ম্যাচে ১৫০০ রান, গড়- ১৯.৪৮, সর্বোচ্চ-৭২*




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০