হৃদয়ে যখন পাহাড়সম কষ্ট।
পাহাড়ের ধারে বসো?
নিঃশ্বাস যখন আটকে যায়।
নদীর কূলে বসো দেখ ঢেউয়ের পড়ে ঢেউ?
অন্তরে জমে যদি ☁ মেঘ?
দু’চোখে অশ্রু ফোঁটা, সহস্র জল
আকাশের পানে চেয়ে দেখো,
আকাশ টা-ও কাঁদে?
মন টা যখন ছটফট করে।
পাখিদের সনে কথা বলো?
ব্যথায় ব্যাধিত হয় যদি হৃদয়,
ফুলের সঙ্গেই করিও-করিও আলাপন।
এ-র চেয়ে ভালো সঙ্গী- সঙ্গিনীর দেখা,
পাবে না আর কোথাও?
কেউ বুঝবে না,
কেউ কোথাও নেই?
কেউ খুঁজবে না তোমায়।
বিনা প্রয়োজনে।
বিনা স্বার্থে!