ময়মনসিংহের গৌরীপুর লেখক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছড়াকার-প্রাবন্ধিক-রম্য লেখক আজম জহিরুল ইসলাম স্মরণে গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে গৌরীপুর গণপাঠাগার মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বক্তৃরা বলেন, অত্যন্ত সহনশীল নিলোর্ভ সাদামনের মানুষ ছিলেন আজম জহিরুল ইসলাম। তিনি লেখার মাধ্যমে মানুষকে হাঁসির কোরাক তৈরি করে দিয়েছেন। ‘লাল বানু জ¦াল-টক’ ও ‘কেদুর মা’ চরিত্র সৃষ্টি করে গল্পের ছলে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, রাজনীতি, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের কুকর্ম অকপটে তুলে ধরেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ। বক্তব্য রাখেন কবি নুরুল আবেদীন, লেখক সংঘের সভাপতিমন্ডলীর সদস্য মজিবুর রহমান ফকির, সাবেক সাধারণ সম্পাদক পলাশ মাজহার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, আজকের পত্রিকার গৌরীপুর প্রতিনিধি আরিফ আহমেদ, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, কবি আফরোজা আবেদিন প্রমুখ।