ময়মনসিংহের ঈশ^রগঞ্জে সড়ক দূঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আড়াইটায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের মাঝিয়াকান্দি নামক স্থানে একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগ ও পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলা মাঝিয়াকান্দি গ্রামের নূরুল ইসলামের শিশু কন্যা লামিয়া (৮) বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গেলে কিশোরগঞ্জ ধিক থেকে আসার একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। লামিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ^রগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারিক ভাবে বিনা ময়না তদন্তের সিদ্বান্ত নিয়ে লাশ নিয়ে গেছে।