ময়মনসিংহ উত্তর জলা ছাত্রদল নেতা তানজিন আহমেদ আবিদ মৃত্যুর ঘটনায় বিচার চেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল। সোমবার (১০ নভেম্বর/২৫) উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন জানান, গৌরীপুরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা তানজিন আহমেদ আবিদকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানাচ্ছি। এছাড়াও তারা নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মাঝে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে রোববার (৯ নভেম্বর/২৫)। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের শোডাউনে এসে প্রাণ হারান আবিদ। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ৪৩/সি কৃষ্টপুর দৌলতমুন্সি মহল্লাল দেওয়ান মো. আবুল হুসেনের পুত্র।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম জানান, এখন পর্যন্ত (সোমবার সন্ধ্যা ৭টা) কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, আবিদের মৃত্যু সংবাদ পেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতে কোনো চিহ্ন নেই। লাশের ময়নাতদন্ত শেষে সোমবার সকালে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহতের জানাযা নামাজ সোমবার আছর নামাজের পর কৃষ্টপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজা, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। জানাযা পূর্ব স্মরণসভায় আবিদের বড় ভাই আনিস আহমেদ বক্তব্য রাখেন। তিনি বলেন, তার ভাইয়ের মৃত্যু কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবী জানাচ্ছি।