বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন উপশাখার উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ৯ জুন ২০২৫ সোমবার শিবপুর এল. ইউ. আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে।
রামগোপালপুর ইউনিয়ন উপশাখার সেক্রেটারি আশরাফুজ্জামান স্বাধীন এর সঞ্চালনায় ইউনিয়ন সভাপতি শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ নূরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সালেহীন কবির, রামগোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে শতাধিক ছাত্র প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে কিরাত, ইসলামী সংগীত, আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।