ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৩১ মে/২৫) ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে বাংলাদেশ তামাকবিরোধী জোট, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি ট্রাস্ট) এর সহযোগিতায় সতিশা যুব ও কিশোর সংঘ, যুগান্তর স্বজন সমাবেশের যৌথ আয়োজনে পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে ‘ধূমপান ও তামাকজাত দব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন ও আইন ভঙ্গকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ শহরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। ‘ইসলামের দৃষ্টিতে মাদক ও তামাকের কূফল’ তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, ভূটিয়ারকোনো আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, কালিখলা বাজাররক্ষা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর বিএমএসএফের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, সাংবাদিক মো. শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সতিশা যুব ও কিশোর সংঘের সদস্য আফ্রিদি হাসান নিরব, সৌরভ হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যখন আইন ছিলো না, বিধি ছিলো না; তখন এই গৌরীপুর তামাকের বিজ্ঞাপনমুক্ত ছিলো। আজকে আইন আছে-বিধি আছে, নেই বাস্তবায়ন। স্থানীয় প্রশাসনের উদাসিনতার কারণে তামাক কোম্পানীগুলো কুটকৌশলে বিজ্ঞাপনে সয়লাব হচ্ছে। তা বন্ধ করতে হবে, ভঙ্গকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও তরুণদের টার্গেট করে তামাক কোম্পানীগুলো বিজ্ঞাপন দিচ্ছে, যার কারণে নতুন প্রজন্মও তামাকে আসক্ত হচ্ছে। মনে রাখতে হবে, তামাক হলো মাদকের প্রাথমিক স্তর, এখানে প্রবেশ বন্ধ করতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।