আজ সোমবার ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১০, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ




ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা

ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনা শেষে এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবেচনাবোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

এদিকে, ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়টি মূলত ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

নয়াদিল্লিতে বার্তা সংস্থা এএফপিকে ওই ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি ও সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্তটি দুই দেশের মধ্যকার সরাসরি যোগাযোগের মাধ্যমেই নির্ধারিত হয়েছে।’

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছে—তবে কখনোই দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে আপস করেনি।’

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, আজ শনিবার বিকেল ৫টা (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার ভাষায়, ‘পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আমাদের ডিজিএমও-কে ফোন করেন। ফোনালাপেই স্থির হয়, স্থল, আকাশ ও জলপথে উভয় পক্ষই সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে।’

ভারতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, সীমান্তে গোলাবর্ষণ ও যেকোনো সামরিক তৎপরতা বন্ধ থাকবে এবং এ সিদ্ধান্ত কার্যকর করতে উভয়পক্ষের বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে দার বলেন, ‘যুদ্ধ কোনো কিছুরই সমাধান নয়। আজ বিকেল সাড়ে ৪টা থেকে (পাকিস্তানের সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনায় বসার ব্যাপারেও সম্মত হয়েছে। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছেন, তাদের বিচক্ষণতা ও নেতৃত্বগুণের প্রশংসা করি।’

তিনি জানান, গত ৪৮ ঘণ্টা তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন।

দুই দেশের ডিজিএমও আগামী সোমবার (১২ মে) ভারতীয় সময় দুপুর ১২টায় আবার আলোচনা করবেন বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি।

করাচি থেকে এএফপি জানায়, পাকিস্তান শনিবার ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে বলে জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার কিছুক্ষণ পরেই এই সিদ্ধান্ত আসে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০