আওয়ামী ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফাাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ও সিধলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৮ ফেব্রæয়ারি/২৫) শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, মইলাকান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সিধলা যুবদলের সভাপতি ফরহাদ হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহŸায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, যুবনেতা পল্লব খান, মো. রিপন সরকার, মো. রফিকুল ইসলাম তালুকদার, মো. নুরুজ্জামান, সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুল ইসলাম বাবো, উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মো. সুপ্লব খান, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক মো. রুস্তম আলী, মো. শাজাহান, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের পারভেজ আহমেদ, ছোটন মিয়া, আলম মিয়া, রেজাউল করিম প্রমুখ।