-
- তারাকান্দা, ময়মনসিংহ জেলা, রাজনীতি
- তারাকান্দায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৩, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হযেছে।মযমনসিংহ (উঃ) জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান
মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল তারাকান্দা উত্তর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উত্তর বাজারে বাজারে শেষ হয়।
মিছিল শেষে উত্তর বাজারে সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোতাহার হোসেন তালুকদার, উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস সোবাহান মন্ডল, শামসুল হুদা তালুকদার, কাজী আব্দুল বাতেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, প্রমুখ।
এই বিভাগের আরও খবর